চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

যেখানে টিকা নিতে পারবেন মেডিকেল-ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২১ | ৯:০১ অপরাহ্ণ

নিজ কলেজ দূরে থাকায় যেসব মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্র-ছাত্রীরা টিকা নিতে পারছেন না তারা নিকটস্থ যেকোন মেডিকেল কলেজে টিকা নিতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মেডিকেল ও ডেন্টাল ছাত্র-ছাত্রীদের চলমান করোনা টিকাদান উৎসবের সাথে এগিয়ে চলছে। লকডাউনের পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ছাত্র-ছাত্রী স্ব-স্ব কলেজ কেন্দ্রে আসতে পারছে না বলে অধ্যক্ষ মহোদয়গণ অধিদপ্তরকে অবহিত করেছেন।’

‘ছাত্রছাত্রী যদি বর্তমানে নিজ কলেজের কাছাকাছি অবস্থান না করে থাকে সে ক্ষেত্রে বাসস্থানের কাছাকাছি কোন সরকারি মেডিকেল কলেজ কেন্দ্রে নিজ কলেজ কর্তৃপক্ষ ও টিকা গ্রহণেচ্ছু কলেজ কর্তৃপক্ষের পারস্পরিক সম্মতি সাপেক্ষে টিকাদান করা যাবে।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট