চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক

২৪ জুন, ২০২১ | ১:৩১ অপরাহ্ণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌরসভায় এলাকায় ১৪৪ ধারা জারি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর।

বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর।

তিনি জানান, দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে পৌর এলাকায় কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ বা গণজমায়েত করা যাবে না। এ নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।

এর আগে বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু ও কাদের মির্জার অনুসারী ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমানও ফেসবুক লাইভে এসে উপজেলার বসুরহাট রূপালী চত্বরে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দেন।

এ নিয়ে আবারও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করে ওই স্থানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট