চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘দেশে বিদেশি বিনিয়োগ কমেছে ১১ শতাংশ’

পূর্বকোণ ডেস্ক

২১ জুন, ২০২১ | ৭:৪১ অপরাহ্ণ

গত ২০২০ সালে বিশ্বে সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ। সে হিসেবে বাংলাদেশে কমেছে প্রায় ১১ শতাংশ। করোনা মহামারির কারণে বিশ্বে এই বিপর্যয় হয়েছে। সোমবার (২১ জুন) বিশ্বব্যাপী প্রকাশিত জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের সর্বশেষ বিশ্ব বিনিয়োগ রিপোর্টে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে ।

তাদের তথ্য অনুযায়ী, বাংলাদেশে গত বছর বিনিয়োগ এসেছে ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২১ হাজার ৮০০ কোটি টাকা। এর আগের বছর ২০১৯ সালে এফডিআই এসেছিল ২৮৭ কোটি ৪০ লাখ ডলার বা বর্তমান বিনিময় হার অনুযায়ী ২৪ হাজার ৪৩০ কোটি টাকা। বাংলাদেশে ২০২০ সাল শেষে মোট বিদেশি বিনিয়োগের স্থিতি ১ হাজার ৯৩৯ কোটি ডলার। যা এর আগের বছর শেষে ছিল ১ হাজার ৭৭৮ কোটি ডলার।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট