চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইউপি নির্বাচন : দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২১ | ১২:৫৬ অপরাহ্ণ

ভোলার চরফ্যাশনে ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহত ব্যক্তির নাম মনির। তিনি একই এলাকার বাসিন্দা।

সোমবার (২১ জুন) বেলা ১১টার দিকে হাজারীগঞ্জ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, হাজারীগঞ্জ ইউনিয়নে বেলা ১১টার দিকে দুই ইউপি সদস্য প্রার্থী’র মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান। আরেক জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বিভিন্ন কেন্দ্রে র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত আছে।

উল্লেখ্য, ভোলায় প্রথম ধাপে বোরহানউদ্দিন, তজুমদ্দিন, মনপুরা ও চরফ্যাশন উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নগুলো হল- গঙ্গাপুর, সাচড়া, সম্ভুপুর, চাঁচড়া, চাঁদপুর, হাজিরহাট, দক্ষিণ সাকুচিয়া, চর মাদ্রাজ, চর কলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর।

চরফ্যাশন উপজেলার ৫টি এবং বোরহানউদ্দিন উপজেলার একটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট