চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাল নির্বাচন: ইসি কমিশনার হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

২০ জুন, ২০২১ | ৮:৫৬ অপরাহ্ণ

জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার মাহবুব তালুকদার। এদিকে তিনি করোনা পরীক্ষা করালেও রবিবার সন্ধ্যা পর্যন্ত কোন রির্পোট পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ এনাম উদ্দীন। তিনি বলেন, স্যার (মাহবুব তালুকদার) শনিবার গভীর রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে তাপমাত্রা ১০৩ ডিগ্রি উঠে যায়। ওই অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন।

তিনি আরও বলেন, রবিবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এদিন তার শরীরের তাপমাত্রা কমেছে।

এদিকে প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। একইদিনে ভোট হবে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসন, ঝালকাঠী ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভায়।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট