চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘শুরু হচ্ছে মুক্তিযোদ্ধাদের কবর একই রকম করার প্রকল্প’

অনলাইন ডেস্ক

২০ জুন, ২০২১ | ১২:১২ পূর্বাহ্ণ

সারাদেশে সব বীর মুক্তিযোদ্ধার কবর একই রকম করতে প্রকল্পের কাজ আগামী মাস থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (১৯ জুন) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগরে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, সরকার বীর যুক্তিযোদ্ধাদের জন্য নানারকম প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে আগামী মাস থেকেই প্রত্যেক মুক্তিযোদ্ধা ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। গৃহহীন মুক্তিযোদ্ধাদের জন্য ১৬ লাখ টাকা ব্যয়ে প্রতি উপজেলায় ২৮টি বাড়ি নির্মাণ করা হবে। শ্রীনগর উপজেলায় এই বরাদ্দ দ্বিগুণ করা হবে। এছাড়া মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নেয়া হবে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট