চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১৯ জুন থেকে আবারও ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া শুরু হচ্ছে

অনলাইন ডেস্ক

১৬ জুন, ২০২১ | ৪:২৩ অপরাহ্ণ

আগামী ১৯ জুন থেকে আবারও করোনাভাইরাস প্রতিরোধী চীনের সিনোফার্ম এবং ফাইজারের  ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

বুধবার (১৬ জুন) স্বাস্থ্য বুলেটিনে তিনি এই তথ্য জানান।

ডা. নাজমুল বলেন, ১৯ জুন থেকে আবারো টিকা কার্যক্রম শুরু হবে। ঢাকার যেসব মেডিকেল ইনস্টিটিউট-কলেজ আছে সেখানে আমরা আবার প্রথম ডোজের টিকা নতুন করে দেয়া শুরু করবো। সিনফার্ম এবং ফাইজারের টিকা দিয়ে এই কার্যক্রম চলবে। ভ্যাকসিনের সরবরাহ অব্যাহত থাকলে কার্যক্রম চলতে থাকবে।

গতকাল মঙ্গলবার (১৫ ‍জুন) পর্যন্ত ৩৭টি জেলায় সিনোফার্মের টিকা পৌঁছে গেছে পৌঁছে গেছে বলেও জানান ডা. নাজমুল ইসলাম।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট