চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বিশ্ব জীববৈচিত্র্য দিবস আজ

নিজস্ব প্রতিবেদক 

২২ মে, ২০২১ | ১:০৮ অপরাহ্ণ

আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস। প্রাকৃতিক বিপর্যয়, নদীভাঙন, নদীর নাব্যতা কমে যাওয়া, জলবায়ুু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার, বন্যপ্রাণীর সংকটাপন্ন পরিস্থিতির মধ্যেই আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জীববৈচিত্র্য দিবস পালিত হচ্ছে।

প্রতিবছরের মতো এবারও বাংলাদেশে যথাযথ গুরুত্বের সঙ্গে দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘পানি নিরাপত্তা ও জীববৈচিত্র্য’।  জীব বৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ২২ মে দিনটি বিশ্ব জীব বৈচিত্র্য দিবস হিসেবে উদযাপন করে আসছে। ১৯৯২ সালে।বিশ্ব জীব বৈচিত্র্য দিবসের ধারণটির সৃষ্টি হয়। রাষ্ট্র, সরকার ও পৃথিবীর বড় বড় সংগঠনগুলোর সমন্বয়ে ব্রাজিলের রিও-তে শীর্ষ ধরিত্রী সম্মেলন-এ জীব বৈচিত্র্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট