চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘বাঁধভাঙা জনস্রোত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে’

অনলাইন ডেস্ক

১৫ মে, ২০২১ | ৩:২৩ অপরাহ্ণ

সরকারের  চেষ্টায় করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ঈদ পরবর্তী কর্মস্থলে ফিরতে মানুষের বাঁধভাঙা জনস্রোত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৫ মে) দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব আশঙ্কার কথা বলেন। করোনা ভয়াবহ পরিস্থিতিতে জনসমাগম এড়িয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা পালনেরও আহ্বান জানান তিনি।

‘গত এক যুগ ধরে আমাদের ঈদ নেই’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের ‘আপনারা কি ভুলে গেছেন ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে নির্মম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিলেন? সে সময় অনেক নেতাকর্মী বাড়ি-ঘরে যেতে পারেনি, তা স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন সেই ইতিহাস বেশিদিন আগের নয়।’

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট