চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভাসানচরে ১৯ হাজার রোহিঙ্গার ঈদ উদযাপন

পূর্বকোণ ডেস্ক

১৪ মে, ২০২১ | ৩:৫৭ অপরাহ্ণ

ভাসানচরে এবার প্রথমবারের মতো ঈদুল ফিতর উদযাপন করছে রোহিঙ্গারা ।এপ্রিল পর্যন্ত কয়েক দফায় প্রায় ১৯ হাজার রোহিঙ্গা সেখানে পৌঁছান। সরকারি কর্মকর্তাদের মতে সব রোহিঙ্গাই সেখানে স্বেচ্ছায় গেছেন। শুক্রবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে ভাসানচরস্থল নৌ-বাহিনীর আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ওয়ার হাউজে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সকাল থেকে তিন ভাগে ঈদের জামাত ভাগ করা হয়েছে। শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে এসব জামাত অনুষ্ঠিত হয়েছে। এ চরে শরণার্থী শিশু-কিশোররা সেজেগুজে, নতুন জামা-কাপড় পরে ভাসানচরে আনন্দে মেতে উঠেছে। ধর্মীয় এই উৎসব উপলক্ষে তাদের জন্য বিনোদন দেওয়ার উদ্যোগ নেওয়ার হয়েছে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট