চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কোয়াড নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিলেন চীনা রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

১২ মে, ২০২১ | ৯:৫৫ অপরাহ্ণ

কোয়াড নি‌য়ে গত সোমবার (১০ মে) এক ভার্চুয়াল অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ে গঠিত জোট কোয়াডে বাংলাদেশ যোগ দিলে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।’ তার এ মন্তব্যে সবাই বিস্মিত হয়। আজ এ বক্তব্যের ব্যাখ্যা দিলেন চীনা রাষ্ট্রদূত।

আজ বুধবার (১২ মে) চীন থেকে আসা ৫ লাখ টিকা প্রদান অনুষ্ঠান শেষে রাষ্ট্রীয় অতি‌থি ভবন পদ্মায় পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মে‌নের স‌ঙ্গে এক বৈঠ‌কে বসেন চীনা রাষ্ট্রদূত। বৈঠকে ওই বিষয়টিকে ইংলিশ ভাষায় দুর্বলতা ও  ‘আউট অফ কনটেক্সট’ বলে অভিহিত করেন লি জিমিং। তার মতে, কোয়াড নিয়ে  যা বলেছেন, সেটা তিনি ‘মিন’ করেননি  বা এভাবে বলতে চাননি।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, ‘চীনের কাছ থেকে আমরা পাঁচ লাখ টিকা উপহার হিসেবে গ্রহণের পরে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়। সম্প্রতি রাষ্ট্রদূত যে মন্তব্য করেছেন সে বিষয়টি সম্পর্কে আমরা ব্যাখ্যা চেয়েছি।’

রাষ্ট্রদূত তার ব্যাখ্যা দিয়েছেন বলেও জানান পররাষ্ট্র সচিব। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু তিনি জানাননি।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট