চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সংসদ ভবনে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

৬ মে, ২০২১ | ১:৩২ অপরাহ্ণ

জাতীয় সংসদ ভবনে ‘তলোয়ার নিয়ে’ হামলার পরিকল্পনার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন- আবু সাকিব ও আলী হাসান ওসামা।  

পুলিশ বলছে, গ্রেপ্তার দুজনের মধ্যে আবু সাকিব নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। আর আলী হাসান ওসামা নামে অন্যজন একজন উগ্রবাদী বক্তা।

বুধবার (৫ মে) সন্ধ্যার পর সংসদ ভবনের সামনে থেকে ‘তলোয়ার এবং কালো পতাকাসহ’ সাকিবকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কাউন্টার টেররিজম ইউনিটের (ইভেস্টিগেশন) উপ কমিশনার সাইফুল ইসলাম জানান,  উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামার কথায় উদ্বুদ্ধ হয়ে শহীদ হতে সংসদ ভবনে হামলার জন্য এসেছিল সাকিব।

এরপর বৃহস্পতিবার প্রথম প্রহরে রাজবাড়ি থেকে ওসামা নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

উপ কমিশনার সাইফুল জানান, আবু সাকিব সিরাজগঞ্জের একটি কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব বলেছে, ফেইসবুকে একটি গ্রুপ খুলে সংসদ ভবনে হামলার জন্য তলোয়ার এবং কলেমা লেখা পতাকা নিয়ে আসার জন্য আহবান জানিয়েছিল সে। পরে কাল সন্ধ্যায় সে সংসদ ভবনের সামনে গিয়ে দেখে, তার ডাকে সাড়া দিয়ে কেউ আসেনি। আলী হাসান ওসামার বক্তব্যে ‘উদ্বুদ্ধ হয়েই’ সংসদ ভবনে হামলার পরিকল্পনা নিয়ে ওই ফেইসবুক গ্রুপ খোলার কথা জিজ্ঞাসাবাদে বলেছেন সাকিব।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট