চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

শিবচরে স্পিডবোট দুর্ঘটনা: চালকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

৪ মে, ২০২১ | ১১:২৩ পূর্বাহ্ণ

মাদারীপুরের শিবচরে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। সোমবার (৩ মে) মধ্যরাতে শিবচর থানায় নৌ-পুলিশ বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় স্পিডবোটের মালিক ও চালককেও আসামি করা হয়েছে। একইসঙ্গে স্পিডবোটের চালক শাহ আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ উদ্দিন। তিনি বলেন, আসামিদের মধ্যে আছেন ঘাটের ইজারাদার। তবে চালক ছাড়া অন্য আসামিদের বিস্তারিত পরিচয় জানা যায় নি।

এর আগে সোমবার সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৩১ জন যাত্রী নিয়ে স্পিডবোট মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে যাচ্ছিল। বাংলাবাজার ফেরিঘাটের কাছাকাছি এলে নোঙর করা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে ঘটনাস্থল থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া সাঁতরে তীরে উঠছেন ৫ জন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে এক নারীর মৃত্যু হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট