চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পেছানো হচ্ছে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

পূর্বকোণ ডেস্ক

৩ মে, ২০২১ | ৮:১৫ অপরাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বিজয়া দশমীর কারণে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এক সপ্তাহ পেছানোর চিন্তা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমী আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণে ওই তারিখে পরীক্ষা নেওয়া হবে না। এ ক্ষেত্রে পরীক্ষা এক সপ্তাহ পেছানো হতে পারে। তাই ওই দিনের পরীক্ষা পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। কমিশনের সভা শেষে পরীক্ষার তারিখ পুনরায় নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, কয়েকটি বিশ্ববিদ্যালয় ও ইউজিসির অনুরোধ এবং করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে ৪৩তম বিসিএস আবেদনের সময়সীমা দুই দফায় চার মাস বাড়ানো হয়। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট