চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

আজ বিশ্ব গ্রন্থ ও মেধাস্বত্ব দিবস

নিজস্ব প্রতিবেদক 

২৩ এপ্রিল, ২০২১ | ১২:২১ অপরাহ্ণ

আজ ২৩ এপ্রিল, বিশ্ব গ্রন্থ ও মেধাস্বত্ব দিবস। এ দিনটি বিশ্বের লেখক, পাঠক, প্রকাশক, পুস্তক বিক্রেতা ও গ্রন্থ সংশ্লিষ্ট সবার জন্য উৎসবের দিন।  ১৯৯৫ সালে অনুষ্ঠিত সাধারণ সভায় ইউনেস্কো এই দিনটিকে বিশ্ব গ্রন্থ ও মেধাস্বত্ব দিবস হিসেবে গ্রহণ করে।

বিশেষত শিশু এবং তরুণদের জন্য, তারা যেন গ্রন্থ পাঠের মধ্য দিয়ে বিশ্বজগৎ আবিষ্কার করতে শেখে। ইউনেস্কোর আরও উদ্দেশ্য ছিল, তরুণ প্রজন্মকে মুক্তবিশ্বের অংশীদার করা এবং সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে একটি মানবিক পৃথিবী গড়ে তোলা। বিশ্বসংস্কৃতির বিকাশে বিশ্ব গ্রন্থ ও মেধাস্বত্ব দিবসের সাফল্য আমাদের মননশীলতার জন্য জরুরি। তা নির্ভর করবে আমাদের সম্মিলিত উদ্যোগ ও অংশগ্রহণের মাধ্যমে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট