চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১১

অনলাইন ডেস্ক

২৩ এপ্রিল, ২০২১ | ১০:৪২ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় একটি ফ্ল্যাট বাড়িতে বিস্ফোরণে তিন মাসের শিশুসহ দুই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৬টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

তিনি জানান, দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্যদের নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনের তৃতীয় তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন এনন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দগ্ধরা হলেন— মো. হাবিবুর (৪০), তার স্ত্রী আলেয়া বেগম (৩৮), তার ছেলে লিমন (১৭), মেয়ে মিম (১৮), তিন মাসের শিশু মাহিরা। এছাড়া মো. সোনাহার (৪০), তার স্ত্রী শান্তি আক্তার (৩০), ছেলে সামিউল (২৫), পুত্রবধূ মনোয়ারা (২২) ও সাথী (২৫)। তবে দগ্ধ একজনের নাম জানা যায় নি। আহতদের বেশিরভাগই পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট