চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

গুলি নিয়ে ফ্লাইটে উঠতে গিয়ে চিকিৎসক দম্পতি আটক

অনলাইন ডেস্ক

২২ এপ্রিল, ২০২১ | ৪:৪৩ অপরাহ্ণ

ঘোষণা ছাড়া আগ্নেয়াস্ত্রের ম্যাগজিন, গুলিসহ অভ্যন্তরীণ ফ্লাইটে উঠতে গিয়ে এক চিকিৎসক দম্পতি আটক হয়েছেন।

তারা হলেন-ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. তানজিনা মাহিনুর ও তার স্বামী ব্যবসায়ী মোশাহিদ রহমান।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে যশোর যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দম্পতি বিমানবন্দরে প্রবেশের সময় স্ক্যানিং মেশিনে ৫টি গুলি ও একটি ম্যাগজিন ধরা পড়ে। এরপর তাদের আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দম্পতি জানায়, গুলি বহন করার বিষয়টি আগে ঘোষণা দিতে তারা ভুলে গিয়েছিলেন। তাদের কাগজপত্র যাচাই-বাছাই চলছে কেন এগুলো নিয়ে যাচ্ছিলেন। পরবর্তী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, গুলির কাগজপত্র পেয়েছি।যাচাই-বাচাই করা হচ্ছে।নিয়ম হচ্ছে, বৈধ অস্ত্র-গুলি ভ্রমণের ক্ষেত্রে বহন করার বিষয়টি পূর্বে ঘোষণা দিতে হয়।কিন্তু এই দম্পতি দেননি।বিমানবন্দরে স্ক্যানিং মেশিনে ধরা পড়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট