চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২২ এপ্রিল, ২০২১ | ১১:৫২ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোররাতে তাকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, খালেদ সাইফুল্লাহ সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় রুজুকৃত মামলার আসামি।

র‌্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলার আসামি খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে সিংগাইর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।’

এ নিয়ে এখন পর্যন্ত হেফাজতের অন্তত ১৪ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আগে গ্রেপ্তারদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে গত সোমবার রাতে হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলামের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ধানমন্ডির বাসায় দেখা করে দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার না করার অনুরোধ জানায়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট