চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পৌর-কর্মচারীর বেতন বাকী রেখে বাড়তি নিয়োগ নয়: তাজুল

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২১ | ৯:৩৩ অপরাহ্ণ

পৌরসভার নিয়মিত কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ না করে আউটসোর্সিংয়ের মাধ্যমে অতিরিক্ত লোকবল নিয়োগ না দিতে মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে দেশের সব পৌরসভার মেয়রদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

তাজুল ইসলাম বলেন, ‘পৌরসভাগুলোর নিয়মিত কর্মচারীর বেতন-ভাতা সময়মত পরিশোধ না করে আউটসোর্সিংয়ের মাধ্যমে অপ্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়ার অভিযোগ আছে। অতিরিক্ত কর্মচারী নিয়োগের ফলেই পৌরসভার কর্মচারীদের মাসের পর মাস বেতন-ভাতা বকেয়া থাকছে। এ বিষয়ে আপনারা আরও বেশি দায়িত্বশীল হোন।’

পৌর মেয়রদের আয় ও উৎপাদনমুখী এবং সেবামূলক প্রকল্প নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে গৃহীত চলমান উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। লকডাউন যত বৃদ্ধি হবে দেশের অর্থনীতির ওপর তত চাপ বাড়বে। তাই অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার বিকল্প নেই।”

মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট