চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফাইল ছবি

লকডাউনে ১ কোটি ২৫ লাখ ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা দেবে সরকার

অনলাইন ডেস্ক

১৮ এপ্রিল, ২০২১ | ২:১৫ অপরাহ্ণ

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ২৫ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেবে সরকার।

রবিবার (১৮ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান। এছাড়া বৈশ্বিক সংকটে সরকারের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সরকার করোনা এবং লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া আসন্ন ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

করোনার এ বিপর্যস্ত সময়ে দোষারোপের রাজনীতি পরিহার করে সবাইকে সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বন জানান তিনি।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট