চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৮ এপ্রিল, ২০২১ | ১:১৮ অপরাহ্ণ

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদ। তিনি বলেন, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার পর তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে।

গোয়েন্দা পুলিশ-ডিবির যুগ্ম-কমিশনার মো. মাহাবুব আলম জানান, মামুনুলের বিরুদ্ধে নতুন-পুরোনো বেশ কিছু মামলা আছে। এসব মামলায় তাকে মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘রয়েল রিসোর্টে’ এক নারীকে নিয়ে অবস্থানকালে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অবরুদ্ধ করলে আলোচনায় আসেন মামুনুল। অবশ্য ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানকে কেন্দ্র করে ঢাকাসহ কয়েকটি জেলায় বিক্ষোভ ও সংঘর্ষের পর এ নিয়ে বেশ কয়েকজন হেফাজত নেতাকে গ্রেপ্তার করা হলো।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট