চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

২৬৫ জন যাত্রী নিয়ে জেদ্দায় বিশেষ ফ্লাইট

অনলাইন ডেস্ক

১৭ এপ্রিল, ২০২১ | ৯:১৮ অপরাহ্ণ

করোনায় একের পর এক ফ্লাইট বাতিলের পর অবশেষে সৌদি আরবের জেদ্দা শহরে উড়াল দিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বিশেষ ফ্লাইট। শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ছয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা হয়েছে বলে নিশ্চিত করেছে বিমানের জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

তিনি জানান, ‘বিমানের ফ্লাইট নম্বর বিজি ৪০৩৫ সন্ধ্যা ৬টায় ২৬৫ জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দায় উড়াল দিয়েছে।

এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী কর্মীদের জন্য আগামীকাল রোববার (১৮ এপ্রিল) থেকে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের অধিক সংখ্যক বিশেষ ফ্লাইট চলাচল করবে। এ তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, ইমিরেটস এয়ারলাইন্স, ইত্তিহাদ ও ফ্লাই দুবাইসহ একাধিক এয়ারলাইন্স।

পূর্বকোণ / আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট