চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বুধবার থেকে বন্ধ থাকবে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

১২ এপ্রিল, ২০২১ | ১:৪৮ অপরাহ্ণ

আগামী ১৪ থেকে ২১ এপ্রিল লকডাউনের মধ্যে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করে নির্দেশনা জারি করেছে সরকার। এ সময়ের মধ্যে সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংকও বন্ধ থাকবে। তবে গার্মেন্টস, শিল্প-কারখানাসহ জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এমন নির্দেশনা দিয়ে সোমবার (১২ এপ্রিল) আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আদেশে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, সায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এর আগে রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গণপরিবহন ও ব্যাংক বন্ধ থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট