চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সময়মতো লকডাউন না দেয়ায় পরিস্থিতির অবনতি: বিএনপি

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২১ | ১০:৩৯ অপরাহ্ণ

সরকার স্বাস্থ্য সেবা এবং কোভিড-১৯ এর চিকিৎসা নিয়ে অনিয়ম করায় আজ করোনার চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে দাবি করেছে বিএনপি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (১১ এপ্রিল) বিএনপির আরও দাবি, সরকার সময়মতো লকডাউন ঘোষণা না করে পরিস্থিতির অবনতি ঘটাতে সাহায্য করেছে। লকডাউন ঘোষণা করার পরও গণপরিবহন চালু করা, শপিংমল, দোকানপাট খুলে দেয়া এবং গার্মেন্টস চালু রাখা প্রমাণ করেছে যে সরকারের সিদ্ধান্তহীনতা ও সমন্বয়ের অভাবে জনগণের জীবন ও জীবিকা বিপন্ন হয়ে পড়েছে।

অবিলম্বে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে হাসপাতাল তৈরি করা, যথেষ্ট পরিমানে বেড, অক্সিজেন সরবরাহ, আইসিইউ এবং ভেন্টিলেটরের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপি। শনিবার (১০ এপ্রিল) বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিন আনে দিন খায় মানুষ, মাঝারি, ছোট কল কারখানার শ্রমিক, রিকশা-ভ্যান শ্রমিক, গণপরিবহন শ্রমিক, কৃষক এবং অপ্রাতিষ্ঠানিক (ছোট ও ক্ষুদ্র) উদ্যোক্তদের ভাতা দিতে হবে।
সভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির ঢাকা সফর নিয়ে আলোচনা হয়।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট