চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বৃষ্টি প্রার্থনায় দু’রাকাত নামাজ পড়লেন হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২১ | ৬:০৩ অপরাহ্ণ

বৃষ্টির জন্য প্রার্থনায় নামাজ আদায় করেছেন মুন্সিগঞ্জের গজারিয়ায় গ্রামের হাজারও মানুষ।

রবিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ঘোষআনী গ্রামের হাজারো মানুষ দুই রাকাত ‘ইসতিসকার নামাজ’ আদায় করেন। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন বয়রাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. সোলায়মান। এ সময় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হাজারো মানুষ এ প্রার্থনায় অংশগ্রহণ করে।

এ বিষয়ে মুফতি আবু নাঈম মুহাম্মদ কাউসার বলেন, বৃষ্টি না হওয়ায় তাপপ্রবাহে দেশের মানুষের বিপদ-আপদ ও দুঃখ-কষ্ট হতে থাকলে প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দরবারে পানি প্রার্থনা করে দোয়া করা সুন্নাত। একে আরবিতে বলা হয় ‘ইসতিসকা’ অর্থাৎ পানি প্রার্থনা করা। হাদিস শরিফে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সা.) বৃষ্টি প্রার্থনার সময় বলতেন, ‘হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে এবং তোমার পশুদের পানি দান করো আর তাদের প্রতি তোমার রহমত বর্ষণ করো এবং তোমার মৃত জমিনকে জীবিত করো।’

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট