চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

তাপমাত্রা আরও বাড়তে পারে

অনলাইন ডেস্ক

১১ এপ্রিল, ২০২১ | ১০:৪২ পূর্বাহ্ণ

দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের দুই-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে।

রোববার (১১ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা আরও বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

আগামী ১২ ঘণ্টায় সারাদেশে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আর ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সামান্য পরিবর্তন হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছীতে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট