চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

টিকার দ্বিতীয় ডোজ নিলে ভ্যাকসিন পাসপোর্ট দেবে সরকার: পলক

নিজস্ব প্রতিবেদক

৮ এপ্রিল, ২০২১ | ৮:৩৩ অপরাহ্ণ

করোনা টিকার দ্বিতীয় ডোজের পরে ভ্যাকসিন পাসপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এজন্য প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর এসব কথা বলেন তিনি।

‘টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার পরে ভ্যাকসিন সার্টিফিকেট অটোমেটিক জেনারেট হবে বলে জানিয়ে পলক বলেন, আমরা একটি ভ্যাকসিন পাসপোর্ট দেওয়ার জন্য ইতোমধ্যেই প্রযুক্তিগত প্রস্তুতি গ্রহণ করেছি।’

তিনি বলেন, ‘টিকা গ্রহণ করার সঙ্গে আমরা যেন স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলি। নিজেরা ছাড়াও পরিবার ও দেশকে নিরাপদ রাখার জন্য সবাই সহযোগিতা করি।’

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট