চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: বদলে ফেলা হয়েছিল সেই জাহাজের রংও

অনলাইন ডেস্ক

৮ এপ্রিল, ২০২১ | ৬:১৪ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় ধাক্কা দেয়া ঘাতক কার্গো জাহাজ এসকেএল-৩’র রং বদলে ফেলা হয়েছে। তবে জাহাজটির সামনের অংশে ইংরেজিতে লিখা ‘এসকেএল-৩’ এখনও রয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ২টায় মুন্সিগঞ্জের মেঘনা নদীতে জাহাজটি আটক করে কোস্টগার্ড।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুর্ঘটনার সিসিটিভির ফুটেজে জাহাজটির বেশিরভাগ অংশে নীল রং থাকলেও বর্তমানে সেটির উপর ধূসর রং করা হয়েছে। এছাড়া জাহাজের সামনের অংশে নামের নিচের এম-০১-২৬৪৩ লেখাটি ছিল। একইসঙ্গে কোস্টগার্ড জানিয়েছে, আটক ঠেকাতে জাহাজটির রং দ্রুততম সময়ের মধ্যে বদলে ফেলা হয়।

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় এসকেএল-৩ নামের একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় এমএল সাবিত আল হাসান নামের লঞ্চটি। এতে প্রাণ হারায় মোট ৩৫ জন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট