চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিশ্ব যক্ষ্মা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক 

২৪ মার্চ, ২০২১ | ১২:৩১ অপরাহ্ণ

বিশ্ব যক্ষ্মা দিবস আজ। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রথম বারের মত সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। এবারও সারাদেশে তৃতীয়বারের মত দিবসটি পালন করা হবে। যক্ষ্মা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে এবছরও দিবসটি একটি প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’।

বিশ্বব্যাপী যক্ষ্মা এখনও অন্যতম প্রধান প্রাণঘাতী সংক্রামক রোগ। ২০১৯ সালের তথ্য অনুযায়ী সারা বিশ্বে প্রধান ১০টি মৃত্যুজনিত কারণগুলোর মধ্যে যক্ষ্মা একটি এবং আক্রান্ত  প্রায় ১০ মিলিয়ন লোক। তাই জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় যক্ষ্মা নির্মূলে অধিকতর গুরুত্বর্পণ এ দিবসটি। আজ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে বিকেল তিনটায় দিবসটি নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট