চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিএনপির আরও দুইজন এমপি সংসদে যাচ্ছেন ?

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০১৯ | ২:৪৬ পূর্বাহ্ণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, সংবিধান অনুযায়ী আগামীকালের মধ্যে তাদের শপথ নিতে হবে। এর বত্যয় হলে বাতিল হয়ে যাবে বিজয়ী ঘোষণার গেজেট। তবে স্পিকারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আর্জি জানালে এবং স্পিকার সম্মত হলে পরেও শপথ গ্রহণ করা সম্ভব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ৬ সাংসদের মধ্যে একজন ছাড়া বাকি পাঁচজনের কেউ এখনও শপথ নেননি। ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ-রানীশংকৈল) বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমানের পর এবার মো. হারুন উর রশীদ ও আমিনুল ইসলাম শপথ নেবেন বলে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে। তারা দু’জন আজ বা কাল শপথ নিতে পারেন বলে জানা গেছে। তবে শপথ নেওয়ার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেননি বলে জানান আমিনুল ইসলাম। তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য। আমিনুল ইসলাম বলেন, আমি এখনো কোন সিদ্ধান্ত নেইনি। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন মো. হারুন উর রশীদ। শপথের বিষয়ে জানতে চাইলে হারুন উর রশীদ বলেন, এখন কোন কমেন্ট নয়। পরে কথা হবে। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে জাহিদুর রহমানকে বহিষ্কার করেছে বিএনপি। অন্য কেউ এ পথে হাটলে তার বিরুদ্ধেও একই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হলো- আমাদের দলের সিদ্ধান্ত ছিল, যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচনে নির্বাচিত ঘোষিত হয়েছেন- তারা সংসদে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লঙ্ঘন করে জাহিদুর রহমান শপথ নেওয়ায় তাকে সর্বসম্মতভাবে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলের সিদ্ধান্ত অমান্য করে যদি বাকি সাংসদরাও শপথ নেন তাহলে তাদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত বিএনপি নেবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট