চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বেকারত্ব দূর করতে স্কুলে বাধ্যতামূলক করা হচ্ছে কারিগরি শিক্ষা-শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

২৩ জুন, ২০১৯ | ১০:৩০ অপরাহ্ণ

২০২১ সাল থেকে দেশের সব স্কুলে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে  আয়োজিত ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষার একটা ট্রেড (বিষয়) বাধ্যতামূলক করা হবে। প্রতিটি স্কুলে কমপক্ষে দুটি ট্রেড থাকবে। প্রত্যেক শিক্ষার্থী দুটির যে কোনো একটি ট্রেডে পারদর্শী হবে। যদি কোনো শিক্ষার্থী উচ্চতর শিক্ষা না নিতে পারে, তাহলে সে যেন বেকার না থাকে, এ লক্ষ্যে সাধারণ শিক্ষা ধারায় কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার।

মন্ত্রী বলেন, এসডিজির ১৭টি লক্ষ্যের সবগুলোর সঙ্গেই শিক্ষা জড়িত। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার সংস্কারমূলক কার্যক্রম শুরু করেছে।

ঢাকা বিভাগের কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. শামসুল আলম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট