চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নতুন করে বাড়ছে সংক্রমণ: একদিনে ১৩ মৃত্যু, শনাক্ত ৯১২

অনলাইন ডেস্ক

৯ মার্চ, ২০২১ | ৪:১৭ অপরাহ্ণ

করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন মারা গেছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪৮৯ জনে। এদিকে করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ৯১২ জন রোগী। এ নিয়ে সারাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫২ হাজার ৮৭ জনে।

মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, করোনায় নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ২২৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৭২টি র‌্যাপিড এন্টিজনে ল্যাবে অর্থাৎ সর্বমোট ২১৯টি ল্যাবে ১৭ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৮০ হাজার ৯৩৮টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট