চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই শতাধিক যাত্রী

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০১৯ | ১০:৫৬ অপরাহ্ণ

অল্পের জন্য রক্ষা পেল লঞ্চের দুই শতাধিক যাত্রী। শনিবার (২২ জুন) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং শিমুলিয়া পদ্মা নদীর চায়না চ্যানেল এলাকায় লঞ্চ ও বাল্কহেড সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে লঞ্চের সামনের অংশ ভেঙে যায়। পরে অপর দুটি লঞ্চের মাধ্যমে দুর্ঘটনা কবলিত লঞ্চ থেকে যাত্রীদের নিরাপদে শিমুলিয়া ঘাটে নেয়া হয়।

বিআইডব্লিউটিএ’র (শিমুলিয়া) উপ-পরিচালক আজগর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদারীপুর কাঁঠালবাড়ি ঘাট হতে দুই শতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়া উদ্দেশে ছেড়ে আসা লঞ্চ রিয়াদ পদ্মার চায়না চ্যানেল এলাকায় পৌঁছালে বালুবাহী বাল্কহেডের সাথে সংঘর্ষ হয়। এতে লঞ্চের সামনের অংশ ভেঙে যায়ে। ভেতরে পানি ঢুকতে থাকে। খবর পেয়ে শিমুলিয়া ঘাট হতে দুটি লঞ্চ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত লঞ্চ থেকে যাত্রীদের নিয়াপদে শিমুলিয়া ঘাটে নিয়ে যায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট