চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোজায় ২৫ হাজার টন ভোজ্যতেল বিক্রি করবে টিসিবি : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৭ মার্চ, ২০২১ | ১০:৪২ অপরাহ্ণ

এবার রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২৫ হাজার টন ভোজ্যতেল বিক্রি করার প্রস্তুতি নিয়েছে। বাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে  বলে জানান  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সফররত ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের সচিবের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রমজানের সময় বাজার স্বাভাবিক রাখতে আমরা টিসিবির মাধ্যমে ২৫ হাজার মেট্রিক টন ভোজ্যতেল আমদানি করতে যাচ্ছি।’

‘নিম্নআয়ের মানুষের কষ্টের কথা চিন্তা করে সরকার এই পদক্ষেপ নিতে যাচ্ছে’, বলেন তিনি। 

প্রসঙ্গতঃ বিশ্ব বাজারে মূল্যবৃদ্ধির কারণে এবার দেশেও ভোজ্যতেলের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। সরকার প্রতি লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ দাম ১১৫ টাকা নির্ধারণ করে দিলেও বাস্তবে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। এই সমস্যা বিবেচনায় নিয়ে এবার সময়ের আগেই টিসিবির মাধ্যমে তেল সংগ্রহ করে রাখা হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, বাজার পরিস্থিতির কারণে এবার টিসিবির তেলের দামও গত বছরের তুলনায় কিছুটা বেশি হবে।

পূর্বকোণ / আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট