চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প, নিরাপদে আছেন টাইগাররা

অনলাইন ডেস্ক

৫ মার্চ, ২০২১ | ১১:২৯ পূর্বাহ্ণ

একের পর এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। দেশটির উত্তর অংশে রিখটার স্কেলে ৭.২ মাত্রার পর শুক্রবার সকালে ৮ দশমিক ১ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ড। ফলে সেখানে সফররত বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে দেশে থাকা ভক্তদের দুশ্চিন্তার যেন কোনো শেষ নেই। তবে সে শঙ্কা উড়িয়ে দিয়ে নিউজিল্যান্ড থেকে সবাইকে চিন্তামুক্ত থাকার বার্তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানান, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ড। দল আছে সম্পূর্ণ বিপরীত জায়গায়, সাউথ আইল্যান্ডে। দুই দ্বীপের মাঝে প্রায় হাজার কিলোমিটারের পথ। আমরা জেনেছি ৭.২ মাত্রার ভূমিকম্প ছিল এটি। তবে এতদূর এর প্রভাব এসে পড়ার কথা না।’

দেবাশীষ আরও বলেন, ‘ভূমিকম্পের সময় আমরা ঘুমিয়ে ছিলাম। তেমন কিছু বুঝতে পারিনি। পরে শুনেছি দু-একজন অনুভব করতে পেরেছে। জানি না ঠিক। তারা জেগে থাকার জন্য অনুভব করতে পেরেছে কি না। সাধারণত তাদের অনুভব করার কথা না। মোটামুটি সবার সঙ্গে আমার কথা হয়েছে। অনেকেই বলেছে তারা বুঝতেই পারেনি কখন ভূমিকম্প হয়েছে।’

বিসিবি সূত্রে জানা গেছে, তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে টাইগাররা। সেখানে সাত দিনের রুম কোয়ারেন্টাইন শেষে খানিক অনুশীলনের সুযোগ মিললেও ১৪ দিনের কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষ করে তবেই পুরদমে বাইরে যাওয়ার ছাড়পত্র মিলবে তাদের। তার আগে দলের সবার সঙ্গে সবার দেখা হওয়ার সুযোগ নেই। তবে দেবাশীষ খোঁজ নিয়ে দেখেছেন, আতঙ্কিত নন কেউই।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট