চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা কেড়ে নিল আরও ৭ প্রাণ, শনাক্ত ৫১৫

অনলাইন ডেস্ক

২ মার্চ, ২০২১ | ৪:০০ অপরাহ্ণ

মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৭ জন। এ নিয়ে দেশে মোট করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪২৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হল ৫১৫ জন রোগী। দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৭ হাজার ৩১৬ জন।

মঙ্গলবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯৪ জন সুস্থ ব্যক্তি নিয়ে দেশে মোট সুস্থ  সংখ্যা ৪ লাখ ৯৮ হাজার ৬৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৬৯টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ২১৬টি ল্যাবে ১৫ হাজার ৩২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৭২ হাজার ৯২২টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট