১ মার্চ, ২০২১ | ২:১৮ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে পুলিশ বাদী হয়ে ৪৭ জন নেতাকর্মী ও অজ্ঞাতনামা ২০০/২৫০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি করেন।
সোমবার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন-অর-রশীদ।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে উপস্থাপন করা হবে। গতকাল সংঘর্ষের ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। সংঘর্ষের সময় প্রেস ক্লাব সংলগ্ন অস্থায়ী পুলিশ বক্সের জানালা ভাঙচুরসহ পুলিশের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করে। মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 205 People