চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ইউপি নির্বাচনে অংশ নেবে না বিএনপি: মির্জা ফখরুল

পূর্বকোণ ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২১ | ৯:৫০ অপরাহ্ণ

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে না বিএনপি। আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে দলীয়  কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করেছিলাম, স্থানীয় সরকার নির্বাচনে অন্তত সরকার ও নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেবে। কিন্তু এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদসহ পৌরসভা ও উপজেলা নির্বাচনে যা হয়েছে, এতো হতাশাজনক যে, আগামীতে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা দলীয়ভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মির্জা ফখরুল বলেন, গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি সম্পন্ন হওয়া উপজেলা পরিষদ উপ-নির্বাচন এবং পৌরসভা নির্বাচনে সরকার এমন নগ্ন হস্তক্ষেপ করেছে যে, বিএনপি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই সরকারের অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট