চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সৈয়দপুরে নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল ১ জনের

অনলাইন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২১ | ৩:০৪ অপরাহ্ণ

নীলফামারীর সৈয়দপুরে পৌরসভা নির্বাচন চলাকালে নির্বাচনী সহিংসতায় ছোটন (৪০) নামে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর মহিলা কলেজ কেন্দ্রের বাইরে ভোট চলাকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান।

পুলিশ জানায়, আজ দুপুরে মহিলা কলেজ কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থী ও সমর্থকদের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের সমর্থক ছোটন গুরুতর আহত হন। তাকে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আরও দুইজন আহত হন।

এদিকে, ভোট গ্রহণে অনিয়ম, কর্মীদের পিটিয়ে ভাগানো ও প্রশাসনের পক্ষপাতদুষ্টের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন সৈয়দপুরের জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম। আজ বেলা সোয়া ১১টার দিকে পৌর শহরে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট