চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ওআইসির প্রতিনিধি দল যাচ্ছে ভাসানচর পরিদর্শনে

অনলাইন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২১ | ২:০০ অপরাহ্ণ

ভাসানচরে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা পরিদর্শন করতে যাচ্ছে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধি দল। রবিবার (২৮ ফেব্রুয়ারি) ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল দোবেয়ারের তত্ত্বাবধানে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল হেলিকপ্টারে করে ভাসানচর যাচ্ছে । ভাসানচর ছাড়াও প্রতিনিধি দলটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) উপ-প্রকল্পের পরিচালক কমান্ডার এম আনোয়ারুল কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওআইসির প্রতিনিধি দলটি রবিবার ভাসানচর পরিদর্শন করে সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কথা বলবেন। সেখান থেকে বিকেলের দিকে তারা যাবেন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট