চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ভাবীকে নিয়ে চম্পট : ৩৬ বছর পর কারাগারে দম্পতি

২৬ ফেব্রুয়ারি, ২০২১ | ৭:৪০ অপরাহ্ণ

বড় ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়ার পর তাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন দেবর নাছির উদ্দিন।  এই অপরাধে ১৯৮৫ সালে ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছির এবং তার স্ত্রী পেয়ারা বেগমের এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন। ৩৬ বছর পলাতক থাকার পর অবশেষে  কারাগারে যেতে হয়েছে এই দম্পতিকে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) তাদের আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম  জানান, ১৯৮৫ সালে নাছির উদ্দিন প্রেম করে তার ভাই মাহবুবুর রহমানের স্ত্রী পেয়ারা বেগমকে ভাগিয়ে বিয়ে করেন। ১৯৮৫ সালের ২ জানুয়ারি মাহবুবুর রহমান বাদী হয়ে ভাই নাছির উদ্দিন ও তার স্ত্রীকে আসামি করে মামলা করেন। সোনাগাজী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৯৮৫ সালের ৫ অক্টোবর নাছির উদ্দিন ও তার স্ত্রী পেয়ারা বেগমের এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন। প্রতারণা করে অন্যের স্ত্রীকে বিয়ে করার অপরাধে ওই দণ্ড দেন। আজ তাদের দুজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট