চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পুলিশি রাষ্ট্রের বলি লেখক মুশতাক: ছাত্র ফ্রন্ট

 নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২১ | ৬:১৯ অপরাহ্ণ

কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এতে লেখক মুশতাক আহমেদ ‘পুলিশি রাষ্ট্রের বলি’ আখ্যা দিয়ে তাঁর মৃত্যুর বিচার দাবি করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি মুশতাক আহমেদকে তিলে তিলে হত্যা করা হয়েছে। সরকার দেশে লুটপাট ও মাফিয়াতন্ত্র তৈরি করেছে। পুরো দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। তারই বলি হয়েছেন লেখক মুশতাক।

সমাবেশে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় বলেন, ‘অবিলম্বে লেখক মুশতাক হত্যার বিচার করতে হবে। নিরাপত্তা আইন বাতিল করে অবিলম্বে সমস্ত লেখক, কলামিস্ট, ব্লগারসহ যাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে।’

এছাড়া বক্তারা অভিযোগ করেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি মুশতাক আহমেদকে তিলে তিলে হত্যা করা হয়েছে। সরকার দেশে লুটপাট ও মাফিয়াতন্ত্র তৈরি করেছে। পুরো দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। তারই বলি হয়েছেন লেখক মুশতাক।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট