চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডিজিটাল নিরাপত্তা আইনকে কবর দেয়ার সময় এসেছে : জাফরুল্লাহ

পূর্বকোণ ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২১ | ৭:০৭ অপরাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে অপরাধ দমন করা যায় না। এই কালো আইনকে কবর দেয়ার সময় এসেছে। আজ শুক্রবার সকালে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের জাতীয় কাউন্সিলে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

এসময় জাফরুল্লাহ চৌধুরী লেখক মুশতাক আহমেদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি  জানান।  ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদ গতকাল বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন। এর আগে লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে শাহবাগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ অনেকে।

উল্লেখ্য, গত বছরের মে মাসে লেখক মুশতাক আহমেদসহ কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নানকে র‌্যাব গ্রেপ্তার করে। মুশতাক সেই থেকে কারাবন্দী ছিলেন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট