২৬ ফেব্রুয়ারি, ২০২১ | ১০:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্ক
সিলেটের রশিদপুরে এনা পরিবহনের সঙ্গে লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। এদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নামপরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় দক্ষিণ সুরমা থানার রশিদপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে বহু যাত্রী হতাহত হয়েছেন।
লন্ডন এক্সপ্রেসের যাত্রী জসিম আহমদ জানান, ঢাকা থেকে আসার পথে বারবার বাসের চালক ওভারটেক করছিলেন। তাকে কয়েকবার সর্তকও করা হয়। কিন্তু কথা শোনেননি।
পূর্বকোণ/এএইচ
The Post Viewed By: 2314 People