চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার

পূর্বকোণ ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২১ | ৯:৫১ অপরাহ্ণ

২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি। এরপর স্কুল-কলেজ খুলবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিপরিষদ বিভাগ আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারি) আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে। ওইদিন বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ বিভাগে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনার প্রকোপ কমে যাওয়ায় কবে থেকে স্কুল-কলেজ খুলবে তা পর্যালোচনার নির্দে শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশে শনিবার বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব এবং দুই মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট