চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

প্রতীকী ছবি

বিজিবির ডগ স্কোয়াডের জন্য আনা হয়েছে ভারতীয় ২০ কুকুর

অনলাইন ডেস্ক

২১ জুন, ২০১৯ | ৮:২৩ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি কুকুর আনা হয়েছে।
আজ শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে কুকুরগুলো বেনাপোল চেকপোস্টে আনা হয়।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাকি বিল্লাহ জানান, ‘গত জানুয়ারি মাসে বিজিবির ৫২ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের মধ্য প্রদেশের টেকেনগুয়ালিয়ায় বিএসএফ-এর ট্রেনিং সেন্টারে যায়। ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজিবির নায়েব সুবেদার মাহবুবুল আলম। প্রায় সাড়ে চার মাস প্রশিক্ষণ শেষে ওই প্রতিনিধি দল আজ বাংলাদেশে ফিরে আসে। এই দলটিই প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ভারতীয় কুকুর (ডগ স্কোয়াড) নিয়ে এসেছে। কুকুরগুলো প্রথমে যশোর বিজিবি ব্যাটালিয়নে নেয়া হবে। পরে ঢাকার পিলখানায় বিজিবি হেডকোয়ার্টারে নেয়া হবে।’
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় কুকুর আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গতঃ আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে সীমান্তে অভিযানের কাজে  অর্থ্যাৎ অস্ত্র, মাদক ও চোরাচালান জব্দ করার কাজে ইতিমধ্যে বেশ কিছু কুকুর নিয়োজিত করা হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন স্থানে ও যানবাহনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধারে এসব কুকুর খুবই পারদর্শী।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট