২২ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:২৫ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
নেত্রকোনায় ট্রাকচাপায় আবু বক্কর সিদ্দিক (৩৪) নামে সোনালী ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সুমন সাহা (২৬) নামে অপর এক ব্যাংক কর্মকর্তা।
রবিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পারলা মাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর নেত্রকোনা শহরের নাগড়া মীরবাড়ী এলাকার মো. রুহুল আমীনের ছেলে। তিনি নেত্রকোনার মদনপুর শাখায় ক্যাশ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে আহত সুমন সোনালী ব্যাংকের নেত্রকোনা কার্যালয়ে কর্মরত রয়েছেন ও শহরের মোক্তারপাড়া এলাকার গঙ্গা সাহার ছেলে।। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবু বক্কর ও সুমন একটি মোটরসাইকেলে করে নেত্রকোনা শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু বকর সিদ্দিককে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সুমনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 286 People