চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

‘টিকা নিতে আমেরিকা থেকেও লোকজন দেশে আসছে’

অনলাইন ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২১ | ৫:১৭ অপরাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‌‘আপনারা জেনেই অবাক হবেন, আমেরিকা থেকেও কিছু মানুষ বাংলাদেশে করোনার টিকা নিতে আসছেন। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা আমেরিকা থেকে দেশে আসছেন কেন? তখন তারা বলেন, আমেরিকায় কত দিন পরে টিকা পাওয়া যাবে, তার কোনো ঠিক নেই।’

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে বিদেশি কূটনীতিকদের করোনা ভ্যাকসিনেশন কার্যক্রমে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন আরও বলেন, অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পাচ্ছে না। প্রতিটা লোককে আমরা ভ্যাকসিন দিতে চাই। কারণ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, একটা লোকও যদি অসুস্থ থাকেন, তাহলে এই রোগ নির্মূল হবে না। আমরা শিগগিরই বাংলাদেশ থেকে করোনা ভাইরাস নির্মূল করবো।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট