চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

‘সৌরভের মতো ঘটনা যেন কোনো পরিবারে না ঘটে’

পূর্বকোণ ডেস্ক

২০ জুন, ২০১৯ | ৪:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভ। অবশেষে নিখোঁজের ১১ দিন পর ফিরে পাওয়া গেল সৌরভকে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানীর বাসায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ।

এ সময় স্বস্তি প্রকাশ করে সোহেল তাজ বলেন, ‘আমাদের একমাত্র এবং প্রথম যেটা চাওয়া ছিল সেটা হচ্ছে সৌরভকে জীবিত, অক্ষত অবস্থায় ফিরে পাওয়া। তার পাশাপাশি বলতে চাই, এ রকম ঘটনার কারণে তো নিজের অভিজ্ঞতা হলো, আমি তো দেখলাম একটা পরিবারের ওপর দিয়ে কি ঝড় বয়ে যায়। এ রকম ঘটনা যাতে বাংলাদেশে আর কারও না হয়।’

এদিকে বাসায় ফিরে সৌরভ বলেন, ‘আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, যারা যারা আমার জন্য দোয়া করেছেন, যারা আমার জন্য কষ্ট করেছেন, সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাই। আমার মামা, আমার পরিবার আর আইনশৃঙ্খলা বাহিনী যারা কষ্ট করেছে আমার জন্য, সবাইকে থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ।’

এর আগে সৌরভকে ফিরে পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তার মা। একই সঙ্গে ছেলেকে ফিরে পাওয়ায় সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করেন তিনি। সৌরভের মা বলেন, ‘আর যেন কোনো মাকে সন্তানের জন্য এমন অপেক্ষা না করতে হয়।’

গত শুক্রবার রাত ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সৌরভকে অপহরণের অভিযোগ করেন তার মামা সোহেল তাজ। অপহরণের ১১ দিন পর ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে আজ তাকে উদ্ধার করে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে চট্টগ্রাম অ্যান্টি টেরোরিজম ইউনিট এর ডিসির হঠাৎই ফোন আসে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেনের মুঠোফোনে। খবর আসে ময়মনসিংহের তারাকান্দার একটি রাইস মিলে অবস্থান করছেন সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভ।

পরে পুলিশ সুপার নিজেই জেলা গোয়েন্দা পুলিশ নিয়ে ছুটে যান তারাকান্দা উপজেলায়। সেখানকার বটতলা এলাকার জামিল অটো রাইস মিলের ভেতরে সন্ধান মেলে সৌরভের। এরপরই তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় পুলিশ সুপারের বাসভবনে। পরে সকাল সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিমের সাথে মাইক্রোসবাস করে ঢাকায় পাঠানো হয় সৌরভকে।

সকাল পৌনে ৯টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা জানান এসপি শাহ আবিদ হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়ীতা শিল্পী, ডিবি পুলিশের ওসি শাহ কামাল হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপি জানান, ‘সমীর নামের অটোরাইস মিলের এক ব্যবস্থাপকের মুঠোফোন থেকে সৌরভ প্রথমেই তার পরিবারের কাছে ফোন দিয়ে নিজের অবস্থান জানান। এরপর পরিবার চট্টগ্রাম অ্যান্টি টেরোরিজমকে জানায়। সেখান থেকেই আমাকে ফোন দিয়ে জানানো হয় সৌরভ সম্পর্কে।’

‘সেখানে গিয়ে আমরা দেখতে পাই সৌরভ একটি চেয়ারে বসে আছে। পরে রাইস মিল থেকে আমার বাসভবনে নিয়ে আসি’, যোগ করেন এসপি শাহ আবিদ হোসেন।

সৌরভের শারীরিক অবস্থা কেমন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসপি আরও জানান, ‘আমরা বাহ্যিকভাবে কোনো সমস্যা পাইনি। তিনি সুস্থ আছেন। সকালের নাস্তা করিয়ে তাকে বনানীর উদ্দেশ্যে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, সৌরভকে গত ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

 

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট