চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জামা-জুতা কেনার টাকা পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

৯ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০৮ পূর্বাহ্ণ

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো দীর্ঘদিন বন্ধ আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে সহসাই স্কুল খোলার ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। সেই লক্ষ্যে প্রস্তুতিও চলছে। স্কুল খোলার পরপরই জামা-জুতা কেনার টাকা পাবে শিক্ষার্থীরা, সোমবার (৮ ফেব্রুয়ারি) এমন কথা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন।

৮টি উপজেলায় উপবৃত্তি প্রদান কার্যক্রম উদ্বোধন করার সময় গতকাল এই তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, স্কুল খোলার সাথে সাথেই নতুন জামা-জুতা কেনার জন্য ১ হাজার টাকা করে পাবে প্রত্যেক শিক্ষার্থী। নগদের মাধ্যমে অর্থ চলে যাবে অভিভাবকদের মোবাইলে। সব শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করার কাজ এগিয়ে চলছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কিডস এলাউন্স’ বাবদ এই টাকা আরও আগেই দেয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা পাঠানো সম্ভব হয়নি। এবার খুব দ্রুতই তা শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বলে আশাকরি। এছাড়া আগামী ৩ মাস ধরে প্রত্যেক শিক্ষার্থীকে ৪৫০ টাকা করে দেয়া হবে।

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট